ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদল

ঢাকা: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফরে গিয়েছে।

রোববার (৬ আগস্ট) বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি।

এ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, প্রতিনিধিদলটির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিজেপির সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা।

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আওয়ামী লীগের প্রতিনিধিদলটির এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।