ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতা গ্রেপ্তার রিপন মিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিপন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই গ্রামের জিয়াউদ্দিনের ছেলে ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক।  

রিপনের স্ত্রী ছানিয়া আক্তার জানান, গতকাল রাত ২টার দিকে পুলিশ তার স্বামী রিপনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু তার স্বামীর নামে কোনো মামলা নেই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনা নিশ্চিত করে বলেন, একটি নাশকতার মামলায় রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এদিকে, রিপনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর। তিনি রিপনের মুক্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।