ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অপমান সহ্য করা হবে না: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
অপমান সহ্য করা হবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে বিচারকাজ হয় না। এটি অপমানজনক কথা।

এমন অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  কুটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মাদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিচারক যে রায় দেন তা সবাইকে মেনে নিতে হবে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিচারকাজ হয় না এমন অপমান সহ্য করা হবে না।

অ্যাডভোকেট আনিসুল হক আরও বলেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ফের শেখ হাসিনা ও তার সরকারকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইসচেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর ৫২ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি বুঝিয়ে দেন আইনমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet