ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা সব ষড়যন্ত্র নস্যাৎ করেছেন: ড. সেলিম মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
শেখ হাসিনা সব ষড়যন্ত্র নস্যাৎ করেছেন: ড. সেলিম মাহমুদ

ঢাকা: আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত প্রায় ১৫ বছরে যত ষড়যন্ত্র হয়েছে তার প্রত্যেকটিই তিনি নস্যাৎ করেছেন।

তিনি বলেন, বাঙালির একমাত্র অভিভাবক শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে কিংবা ভবিষ্যতে যে ষড়যন্ত্র হবে তার প্রত্যেকটিই প্রতিহত করে তিনি বাংলাদেশকে নিরাপদ রাখবেন ইনশাল্লাহ।

সব শত্রুকে তিনি চিহ্নিত করেছেন। তারা সবাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন’ এ স্লোগানে আওয়ামী লীগের ইউনিয়ন ভিত্তিক এ উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচার সমাবেশে আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন, ২ নম্বর পাথৈর ইউপি চেয়ারম্যান আক্কাস আলী মোল্লা, ৩ নম্বর সাচার ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, ৪ নম্বর পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ৬ নম্বর উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, ৭ নম্বর দক্ষিণ কচুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন লিটন, ৯ নম্বর ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, ১২ নম্বর আশরাফপুর ইউপির চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ৩ নম্বর বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন হোসেন মজুমদার, ৪ নম্বর পালাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৫ নম্বর সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন রানা,  ১২ নম্বর আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক শামীম, ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহাগ মিয়া, ১১ নম্বর দক্ষিণ গোহট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল পাশা কাজল, ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিজন সরকার, ইতালি আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম, সাচারের সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ, পৌর আওয়ামী লীগ নেতা আমির হোসেন, ৯ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, ৯ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, ৯ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ