ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির রোডমার্চে জনতার ঢল, মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
বিএনপির রোডমার্চে জনতার ঢল, মহাসড়কে যানজট ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: প্রখর রোদ উপেক্ষা করে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির ১৪৪ কিলোমিটার দীর্ঘ ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চের পথে পথে জনতার ঢল নেমেছে। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

রোববার (০১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে এই যানজটের ঘটনা ঘটে।

রোডমার্চ চলাকালে ময়মনসিংহ নগরীর ব্রিজমোড় থেকে গৌরীপুর উপজেলার গাজীপুর পর্যন্ত ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে হাজার হাজার যানবাহন যানজটে আটকা পড়ে। এ সময় ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি।

এদিকে, রোডমার্চকে স্বাগত জানিয়ে সাহেব কাচারী সংলগ্ন গৌরীপুর সীমানা এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কলতাপাড়া বাজার এলাকায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, শিবপুর বাজার এলাকায় রোডমার্চকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাজাহান কবীর সাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথে পথে রোডমার্চকে স্বাগত জানান।  

এরআগে, সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় সমাবেশের মধ্য এই রোডমার্চ শুরু হয়। এতে নেতাকর্মীদের বহনকারী শত শত গাড়ি অংশ নেয়।

এই রোডমার্চের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি নিলুফার ইয়াসমিন মনি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ শফিকুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।