ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান আবদুল মজিদ মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান আবদুল মজিদ মারা গেছেন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লেফট্যানেন্ট কর্নেল (অব.) আবদুল মজিদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) দিনগত রাত ২টা ১০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবদুল মজিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান।

তিনি জানান, সদ্য প্রয়াত আবদুল মজিদের মরদেহ দেশে আসবে শুক্রবার (১৩ অক্টোবর)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আবদুল মজিদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

আবদুল মজিদ মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।