ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার তলে তলে পালানোর পথ খুঁজছে: আজিজুল বারী হেলাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
সরকার তলে তলে পালানোর পথ খুঁজছে: আজিজুল বারী হেলাল

খুলনা: সরকার তলে তলে ক্ষমতা ছেড়ে দিয়ে অবৈধ সম্পদ রক্ষা করতে বাংলাদেশের জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে পালানোর পথ খুঁজছেন বলে মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় থেকে ২টা পর্যন্ত খুলনার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনশনে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।  

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাডভোকেট নরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী ও মো. রকিব মল্লিক।

দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স ম বাবর আলী অনশনরত বিএনপি নেতাকর্মীদের ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪,  ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।