ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনাকে কেউ পরাজিত করতে পারবে না’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
‘আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনাকে কেউ পরাজিত করতে পারবে না’

পাবনা(ঈশ্বরদী): জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বীর-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কখনোই কেউ পরাজিত করতে পারবে না।  

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রিনসিটি এলাকায় মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার টুকু আরও বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়। তাই ‘চাওয়া-পাওয়ার’ হিসাব বাদ দিয়ে সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে।

বীর-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, নিজেদের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়। অতীতের সব কলহ ভুলে গিয়ে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে এক সঙ্গে কাজ করতে হবে।  

ডেপুটি স্পিকার আরও বলেন, আমাদের চাওয়া-পাওয়া কিন্তু একটাই, শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে সমুজ্জ্বল রাখা। আমাদের টার্গেট হচ্ছে, অশুভ সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা।

ডেপুটি স্পিকার টুকু আরও বলেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে ধূমপান, মাদকমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ। বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন- পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান, নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান, ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।