ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপির ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মির্জাপুরে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রোববার সদর উপজেলায় বিএনপির তিন ও মির্জাপুরে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে গ্রেপ্তারদের নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।