ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

নীলফামারীতে বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নীলফামারীতে বিএনপি নেতা গ্রেপ্তার

নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মীর সেলিম ফারুককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১১টায় নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম মোবাইল ফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

রাতে ওষুধ কিনতে শহরের বাটার মোড়ে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

এর আগে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি খাদেমুল ইসলাম, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, জলঢাকা উপজেলার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, রাজনৈতিক জেলা সৈয়দপুরের জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন মির্জাকে আটক জেলহাজতে পাঠানো হয়েছে।

গত রোববার ভোর রাতে ও বেলা সাড়ে ১১টায় তাদের আটক করা হয় বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।