ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধ ঠেকাতে কেন্দ্রীয় কার্যালয়সহ মোড়ে মোড়ে আ. লীগ নেতাকর্মীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধ ঠেকাতে কেন্দ্রীয় কার্যালয়সহ মোড়ে মোড়ে আ. লীগ নেতাকর্মীরা 

ঢাকা: বিএনপি-জামায়াতের অবরোধকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নেতাকর্মীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসতে দেখা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।  

বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে গুলিস্তানে অবস্থান করছেন।

অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে সংগঠনটির কর্মীরা অবস্থান নিয়েছেন।

স্লোগানে স্লোগানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান দিচ্ছেন, তারা বিএনপি নাশকতা বন্ধে রাস্তায় সক্রিয় আছেন।

এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।  

ধানমন্ডির আ. লীগ সভানেত্রীর কার্যালয়, সায়েন্স ল্যাব মোড়, গুলশান, মহাখালী, পল্টন, কুড়িল, কাকরাইলসহ প্রতিটি পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিকে, বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।