ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে মহানগর উত্তর যুবদলের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
রাজধানীতে মহানগর উত্তর যুবদলের মিছিল

ঢাকা: সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।

দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও লিংক রোড পর্যন্ত এ মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এ সময় কিছু সময়ের জন্য ওই সড়ক অবরোধ করা হয়।  

এর আগে গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি। ওই হরতাল সফলে সেদিন রাজধানীর উত্তরায় শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে মহানগর উত্তর যুবদল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।