ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

বরিশাল: জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল কালাম সরদারকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মাহিলাড়া ইউনিয়ন বিএনপি নেতা সজল সরকার জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাহিলাড়া এলাকায় অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা কালাম। এ সময় স্থানীয় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

তবে এ ধরনের কোনো ঘটনা জানা নেই বলে জানিয়েছে স্থানীয় ছাত্র ও যুবলীগের নেতারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।