ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য: বাহাউদ্দিন নাছিম

সাতক্ষীরা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য। এ অপশক্তির হাত থেকে সোনার বাংলাকে বাঁচাতে হলে অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে আমাদের প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে।

এজন্য সতর্ক পাহারা দিতে হবে। সজাগ থাকতে হবে।

আজ সাতক্ষীরায় তাদের দেখা যায় না, তারা নিঃশেষ হয়ে গেছে- এমন ভাবার কারণ নেই। ওরা যদি সুযোগ পায়, ওরা কাউকে ছাড়বে না। যে হাত দিয়ে ওরা বোমা মারবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, যোগ করেন তিনি।

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি খুলনায় অনুষ্ঠেয় শেখ হাসিনার জনসভা সফল করার আহ্বান জানান।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও এমপি ডা. আ ফ ম রুহুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এসএম কামাল হোসেন, নির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বাশদাহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমানসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।