ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তফসিলকে স্বাগত জানিয়ে না.গঞ্জ যুবলীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
তফসিলকে স্বাগত জানিয়ে না.গঞ্জ যুবলীগের মিছিল

নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। পাশাপাশি তফসিলকে ঘিরে যেকোন ধরনের নাশকতা রোধে রাতভর নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

এদিকে তফসিল ঘোষণার পর পরই মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর নির্দেশে ও সহ-সভাপতি আমিনুর রহমান শাহীনের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে আনন্দ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে আনন্দ মিছিল শেষে সমাবেশে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষণা দেন যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের তিন শতাধিক নেতাকর্মী।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু জানান, জাতি এ তফসিলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাদের নেতা এ কে এম শামীম ওসমানের নির্দেশে তফসিলের পর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। তফসিলকে ঘিরে নারায়ণগঞ্জে যেকোন ধরনের নাশকতা রোধে আমরা রাতভর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকবো। আমাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নারায়ণগঞ্জের পরিবেশকে শান্ত রাখতে সতর্ক থাকবে। যেকোনো ধরনের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।