ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।  

রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ বলেন,  সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দেশ আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত হবে। ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হবে। দেশের সার্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি দেশি ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এ প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদী জনতার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিচ্ছে।

এ সময় সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।