ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট দিতে মানুষ নির্বাচনের ক্ষণ গণনা শুরু করেছে: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
নৌকায় ভোট দিতে মানুষ নির্বাচনের ক্ষণ গণনা শুরু করেছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নৌকায় ভোট দিতে সাধারণ মানুষ নির্বাচনের ক্ষণ গণনা শুরু করেছে। গ্রাম থেকে শহর- সবখানে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন সাধন চন্দ্র।  

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত মানুষ। এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়। এজন্যই শেখ হাসিনাকে আবার বিজয়ী করবে মানুষ।

সংসদীয় আসন ৪৬ ও নওগাঁ-১ আসন (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) থেকে পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাধন চন্দ্র মজুমদার। এবারও একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।