ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বৈঠক

ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বে’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন‌ ফারহানা।  

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত গুলশানস্থ সিক্স সিজন্স হোটেলের ১৩তলায় একটি রেস্টুরেন্টে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন।  

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি যখন হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে রয়েছে, তখন ঢাকাস্থ দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন রুমিন।  

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, এটি ছিল একটি রুটিন বৈঠক। যেহেতু আমি বিএনপির ফরেন উইংয়ের সঙ্গে সংযুক্ত, সে কারণে মাঝে মাঝে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়। এটি ছিল তেমনই একটি বৈঠক।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।