ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে গ্রেপ্তার বিএনপি নেতার কারাগারে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৫৫ এএম, নভেম্বর ২৬, ২০২৩
নয়াপল্টনে গ্রেপ্তার বিএনপি নেতার কারাগারে মৃত্যু গোলাপুর রহমান

ঢাকা: বিএনপির গোলাপুর রহমান (৫৮) নামে এক নেতার কারাগারে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

বিএনপির গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।  

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে তিনি মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।  

এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

মৃত গোলাপুর রহমান ছিলেন চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগের দিন শুক্রবার (২৭ অক্টোবর), রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ গোলাপুর রহমানকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ইএসএস/আরএ

বাংলাদেশ সময়: ৮:৫৫ এএম, নভেম্বর ২৬, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ