ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

গাড়িচাপায় গুরুতর আহত জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
গাড়িচাপায় গুরুতর আহত জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন 

নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য বনানীর উদ্দেশ্যে বাসা থেকে যাবার পথে অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর সিকদার লোটন।  

বর্তমানে তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি আছেন বলে জানা গেছে।

লোটনকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে লোটনের ছোট ভাই জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর শিকদার এ অভিযোগ করেন।

তিনি জানান, বাসা থেকে রওনা দিলে মগবাজার ফ্লাইওভারে ওঠার একটু আগে হঠাৎ পেছন থেকে আলমগীর সিকদার লোটনের মোটরসাইকেলকে লক্ষ্য করে সজোরে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা লোটন রাস্তায় পড়ে যান। পথচারীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থা পরীক্ষা করে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন।

জাহাঙ্গীর সিকদার জোটন আরও জানান, কে বা কারা শত্রুতা করে এ জঘন্যতম কাজ করেছেন। প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার দাবি জানাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।