মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। এ আসনে টানা ছয়বারের সংসদ সদস্য (এমপি) নূর-ই-আলম চৌধুরী।
রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।
নবম জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে।
জানা গেছে, ১৯৯১ সালে ইলিয়াস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার মৃত্যুতে বিএনপি সরকারের আমলে উপনির্বাচনে তার বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআই