ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নাশকতার মামলায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার 

নওগাঁ: বিএনপির ডাকা অবরোধ সমর্থনে নওগাঁয় মিছিল থেকে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালি ব্যাংক রোড এলাকায় পৌঁছলে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজহারভুক্ত আসামি। এত দিন পলাতক ছিলেন। আজ তার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।