ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এ মনোনয়ন ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

ঘোষিত তালিকা অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

সাতক্ষীরা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুজ্জামান আশু।

সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. আলিফ হোসেন।

এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনয়ন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহবুবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।