ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেট-১: নৌকা প্রতীকে মোমেন, স্বতন্ত্র মিসবাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
সিলেট-১: নৌকা প্রতীকে মোমেন, স্বতন্ত্র মিসবাহ

সিলেট: আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটরের।

২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের (নবম, দশম ও একাদশ) জাতীয় সংসদ ও সর্বশেষ সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করলেও ছিলেন দলের মনোনয়ন বঞ্চিত। তবে দলীয় নির্দেশনার বাইরে যাননি তিনি। নির্বাচন থেকে বিরত থেকে কাজ করেছেন নৌকার বিজয়ে।

এবারও সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাইলেও বঞ্চিত থাকতে হয়েছে তাকে। তবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য স্বতন্ত্রদের প্রার্থীদের বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দেন। সেই সুবাদে সোমবার (২৭ নভেম্বর) সিলেট-১ ও ৩ দুইটি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এ আসনটিতে আওয়ামী লীগ নৌকা প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আবারও মনোনয়ন দিয়েছে। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসে, তবে এ আসনটিতে ড. মোমেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য বিএনপি না এলেও ফাঁকা মাঠ পাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভোটের লড়াইয়ে পাচ্ছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী।

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বাংলানিউজকে বলেন, দলীয় প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাই নির্বাচনে আসা। তবে নৌকা নিয়ে নির্বাচন করতে পারলে খুশি হতাম। কেননা, নৌকা কেবল আমার দলের প্রতীক-ই নয়, আদর্শের প্রতীক।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসময়েও ছাত্ররাজনীতি করেছি। ছাত্র রাজনীতি থেকে জেল-জুলুম সহ্য করে এসেছি। আর ড. মোমেন ৩৭ বছর ছিলেন দেশের বাইরে। পাঁচ বছর আগে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রিত্ব পাওয়া স্বত্বেও সিলেটের মানুষের জন্য কিছুই করতে পারেননি তিনি। তাই শেষ সময়ে এসে সিলেটের মানুষের জন্য কিছু করে দেখাতে চাই। তৃণমূলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ পাশে থাকবেন, আমার বিশ্বাস।

এবার নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে নৌকার বিরুদ্ধে দলীয় কোনো নেতা প্রার্থী হলে এবার শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের এমন প্রশ্রয়ে এবার মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।

সেই সুবাদে প্রার্থী হয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার বিকেলে তার ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে লিখেন- ‘আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি। ’

এ প্রসঙ্গে জানতে সিলেট-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন দিলেও ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি।

দেশের রাজনীতিতে একটি মিথ প্রচলিত রয়েছে, সিলেট-১ আসন থেকে যে দল নির্বাচিত হয়, তারাই সংসদ গঠন করে। স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে। ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। একাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন। এরআগে, টানা দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন ড. মোমেনের অগ্রজ সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।