ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী

ডিস্টিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী

শেরপুর: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

বুধবার(২৯ নভেম্বর) দুপুর ১ টার সময় নালিতাবাড়ী উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ সকাল সাড়ে ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ওয়াজ কুরুনী।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে দুপুরে নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়ন পত্র দাখিল করেন মতিয়া চৌধুরী। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা,নভেম্বর ২৯,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।