ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, নভেম্বর ৩০, ২০২৩
মনোনয়নপত্র জমা দিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের (বোচাগঞ্জ-বিরল) সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওসারের কাছে সকাল ১১টায়  তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

 

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এখন নির্বাচনের ঝড় চলছে। এই নির্বাচন নিয়ে যারা বিরোধিতা করছে তারা এই ঝড়ে টিকতে পারবে না। নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। অনেকেই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আগামী ১৭ তারিখ পর্যন্ত অনেক সিদ্ধান্ত বাকি আছে। আশা করছি একটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।

এ সময় বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক সভাপতি আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।