ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রল বোমায় পুড়ল ধান বোঝাই ট্রাক, চালক দগ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
পেট্রল বোমায় পুড়ল ধান বোঝাই ট্রাক, চালক দগ্ধ 

দিনাজপুর: সরকার পতনের একদফা দাবিতে প্রতি সপ্তাহে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার (৩ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

অবরোধ শুরুর আগেই শনিবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে, দগ্ধ হয়েছেন ট্রাকটির চালক।

কাহরোল উপজেলার রামপুরা বাজারে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে রামপুরা বাজারে পৌঁছলে একটি মোটরসাইকেলে হেলমেট পরা তিনজন ট্রাকের সামনে এসে ঢিল ছোড়েন। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যান। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হয়েছেন। আর আগুনে চালক আনিস রহমানের ডান পায়ের কিছুটা পুড়ে গেছে। তাদের কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পেট্রল বোমায় ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।  

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।