ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সোমবার ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
সোমবার ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

ঢাকা: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা ডাকা হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

১৪ দলের অন্যতম নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাংলানিজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জোটবদ্ধ নির্বাচন এবং আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে ১৪ দলের জোটসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হবে কি না, তা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ১৪ দলের জোটসঙ্গীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
১৪ দলের এ সভা সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান মেনন বাংলানিউজকে বলেন, আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। এটুকুই জানি, এর বেশি কিছু বলতে পারব না।

এ বিষয়ে ১৪ দলের আরেক নেতা হাসানুল হক ইনু বাংলানিউজকে বলেন, মূলত জোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। আসন ভাগাভাগির বিষয়টি হয়তো পরে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।