ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট: সরকার পতনের একদফা দাবিতে প্রতি সপ্তাহে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার (৩ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। অবরোধের শেষ দিন সোমবার (০৪ ডিম্বের) দুপুর পৌনে ১টার দিকে জয়পুরহাট শহরের গুলশান মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসময় পথচারী ও দোকানিদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহত হননি কেউ।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

গুলশান মোড়ে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের চিহ্ন রয়েছে। স্থানীয় দোকানিরা জানান, খঞ্জনপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গুলশান মোড়ে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত বাইপাস এলাকা দিয়ে পালিয়ে যান। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। তবে এতে কেউ হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।