ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীতে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
গাংনীতে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার আল হেলাল

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আল হেলাল গাংনীর চেংগাড়া গ্রামের হাজু বিশ্বাসের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে ০২ ডিসেম্বর পুলিশের দায়ের করা মামলার আসামি প্রধান শিক্ষক আল হেলাল। ৫ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে আল হেলালকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে আল হেলালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তি দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।