ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন প্রত্যাহার করলেন কাজী ফিরোজ রশীদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
মনোনয়ন প্রত্যাহার করলেন কাজী ফিরোজ রশীদ

ঢাকা: ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদ।  

মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা নেই।

তাই চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। ’

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।  

কাজী ফিরোজ রশীদ বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। ২০১৪ সালেও তিনি এ আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাঈদ খোকন এ আসনে লড়ছেন। আসন সমঝোতায় বাদ পড়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।