ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার ৫ জেলায় ভার্চুয়াল নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
বৃহস্পতিবার ৫ জেলায় ভার্চুয়াল নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর

ঢাকা: নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সফরের মাধ্যমে এ কর্মসূচি শুরু করলেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ৫ জেলার নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

একসঙ্গে ৫ জেলার এ নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ প্রধান যোগ দেবেন ভার্চুয়ালি। বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনপ্রান্ত থেকে যোগ দেবেন তিনি। পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।

এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং সংশ্লিষ্ট জেলার নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ভার্চুয়াল জনসভা সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।