ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

নিক্সন চৌধুরীকে সমর্থন দিল জাকের পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
নিক্সন চৌধুরীকে সমর্থন দিল জাকের পার্টি

ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে সমর্থন দিয়েছেন জাকের পার্টি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণপাড়া নিক্সন চৌধুরী নিজ বাসভবনে গোলাপ ফুলের তোরা দিয়ে নিক্সন চৌধুরীকে সমর্থন করেন জাকের পার্টির নেতারা।

এ বিষয় জাকের পার্টির ফরিদপুর জেলার সভাপতি রাজ্জাক বেপারী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকে জাকেরানদের ভোট দেওয়ার আহ্বান জানাই। পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী সাহেবের নির্দেশক্রমে ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর মিয়া, ফরিদপুর জেলা যুবফ্রন্ট সভাপতি টিটু খান, ভাঙ্গা উপজেলা যুবফ্রন্ট সভাপতি শাহাদাত মাতুব্বর, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা মিয়া সহ ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুরের শত শত জাকেরানদের নিয়ে নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকের কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। তাই বাবা জানের নির্দেশ অনুযায়ী আজ থেকে সব জাকেরানগণ ঈগল প্রতীকের প্রচার করে বিজয় করবেন।

এমপি নিক্সন চৌধুরী জাকের পার্টির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহর অলিগণের ধারাবাহিকতায় জাকের পার্টির সমর্থন পেয়েছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করলে উন্নয়ন ও মূল্যায়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।