ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শাহজাহান ওমরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
শাহজাহান ওমরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মনির

ঝালকাঠি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য মনিরুউজ্জামান মনির।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

ফলে এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী শাহজাহান ওমর বিপক্ষে আর কোনো বাঁধা থাকলো না।  

সংবাদ সম্মেলনে মনিরুউজ্জামান বলেন, আমি ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ছিল ঈগল। আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় আমার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সেই সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং জননেত্রীর শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।