ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশিদের পরামর্শ নেব, কোনো শক্তিকে উসকানি দিলে মানব না: ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
বিদেশিদের পরামর্শ নেব, কোনো শক্তিকে উসকানি দিলে মানব না: ওবায়দুল কাদের

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয়, কোনো শক্তিকে এমন উসকানি দিলে মেনে নেব না।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজ বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের আরও বলেন, আজ বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা পচাত্তরে ক্যু করেছে, খুন করেছে মোশতাক-জিয়া। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।  

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ একাত্তরে ভয় পায়নি, এবারও যত বাধা আসুক, ভয় পাবে না।

এসময় উপস্থিত ছিলেন- কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ