ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবিলম্বে `ডামি' ভোট বন্ধ করুন: জয়নুল আবদিন ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
অবিলম্বে `ডামি' ভোট বন্ধ করুন: জয়নুল আবদিন ফারুক

ঢাকা: নতুন বছরে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একদলীয় অবৈধ ডামি ভোট বন্ধ করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে চলমান যে সংকট চলছে সেটিকে দূরীভূত করার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন ও সংগ্রাম করছে। তাই সরকারকে অনুরোধ করবো, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন ও সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এ একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই অবিলম্বে ২০১৪ ও ২০১৮ সালের মতো একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

ফারুক বলেন, সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে, সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে সেজন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান জানাবো, আপনারা এ ডামি নির্বাচন বর্জন করুন।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কূটকৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু কোনো স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।