ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রূপগঞ্জে গাজীর স্লোগান দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
রূপগঞ্জে গাজীর স্লোগান দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা, আহত ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের-১ আসন রূপগঞ্জে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর স্লোগান দিয়ে কেন্দ্র দখলে নিতে হামলা করেছেন যুবলীগ নেতা কাউসার প্রধান ও তার লোকজন।  

আর তাদের বাধা দিতে গিয়ে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার তিনজন কর্মী আহত হয়েছেন।

 

উপজেলার ভোলাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন - ভোলাব ইউনিয়নের নাজমুল হোসেন, হাবিবা আক্তার, আসাদুজ্জামান। আহতদের মধ্যে হাবিবা আক্তার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। তার দশ থেকে পনেরো মিনিট পরই আতলাপুর বাজার থেকে গাজীর স্লোগান দিয়ে ভোলাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে। পরে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।

রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জানান,  আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এইচএমএস/এনবি/ইএসএস/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।