ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আবারো সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আবারো সংসদ উপনেতা মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী আবারও জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা ৷ 

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের আ. লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে ৷ 

এর আগে একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করে আওয়ামী লীগ।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন। তিনি একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসকে/এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।