ঢাকা: নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।
সংসদে বিরোধী দল কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে সংসদ নেতা স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমিতো বলছি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভা হবে এটা আমি বলতে পারি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আরকেআর/এএটি