ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

জাপা প্রার্থীর নির্বাচনে সহায়তা, যুবদল নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, জানুয়ারি ১৪, ২০২৪
জাপা প্রার্থীর নির্বাচনে সহায়তা, যুবদল নেতা বহিষ্কার

ফেনী: সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী কাজে সহায়তার অভিযোগে ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি মামুন পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।  

রোববার (১৪ জানুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন (ভিপি বেলাল) বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনে সহায়তার অভিযোগে মামুন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কারাদেশ কার্যকর করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।