ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ভালুকায় প্রতারণা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
ভালুকায় প্রতারণা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে (৩৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে ঢাকা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সিডস্টোর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর কবির সিডস্টোর বাজার এলাকার বাসিন্দা মো. মাইন উদ্দিনের ছেলে।   

ওসি জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর কবিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, ৬৭ লাখ ৪৯ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী মো. ইব্রাহীম। ওই মামলায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিডস্টোর বাজার এলাকার হানিফ (২৭) ও রংপুর মিঠাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো. খসরু আকন্দকে (২৫) আসামি করা হয়। পরে ওই মামলাটি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হয়।

এবিষয়ে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সানা বলেন, প্রতারণা মামলায় আলমগীর গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। দ্রুত তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

প্রসঙ্গত, আলমগীর কবিরের বিরুদ্ধে এর আগেও অপহরণ, ধর্ষণ মামলাসহ বহু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।