ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

ঢাকা: জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে।

জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাছড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন। এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন।

রোববার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানেও মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।