ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় মঈন খান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় মঈন খান 

ঢাকা: সদ্য কারামুক্ত বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসায় তার খোঁজখবর নিতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

সোমবার দুপুরে সালাউদ্দিন আহমেদের উত্তরার বাসায় যান মঈন খান।

এসময় উপস্থিত ছিলেন সদ্য কারা মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভির আহমেদ রবিন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, দলের পক্ষ থেকে সদ্য কারা মুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। আজকে সেই ধারাবাহিকতায় মঈন খান শরিফুল আলমের বাসায় গিয়ে তার সার্বিক খোঁজ খবর নেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।