ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে গভীর রাতে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
জামালপুরে গভীর রাতে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

জামালপুর: জামালপুরে গভীররাতে একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে শহরের সরদারপাড়ার এম এ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও কর্মচারীদের মারধর করে।

এতে আহত হয়েছেন চারজন।  

এসময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  তবে কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  
এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

হাসপাতালের পরিচালক (অপারেশন) ডা. মিজানুর রহমান বলেন, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়ার ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করে ও কর্মচারীদের মারধর করে। এসময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। এতে চারজন আহত হন, আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীদের মধ্যে। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে চলে যায়।  

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা-ভাঙচুর করেছে। পরে তারা জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অস্ত্র দেখিয়ে বিএনপি নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে।  

সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
 
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক জানান,ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।