ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

শেরপুর জেলা বিএনপির ২৫ নেতা-কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
শেরপুর জেলা বিএনপির ২৫ নেতা-কর্মী কারাগারে

শেরপুর: পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (২০ মার্চ) দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতা-কর্মী।

দলীয় সূত্রে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করেন। পরে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর  বুধবার শেরপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন রুবেলসহ ২৫ জন নেতা-কর্মী।  

এ সময় আদালত জামিনের আবেদন শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।