ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির সেল গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, মার্চ ২২, ২০২৪
নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির সেল গঠন

ঢাকা: গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতাকর্মীদের পাশে থাকার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করেছে বিএনপি।

শুক্রবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেলের আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে ও সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন)।  

এর সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ,মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।