ঢাকা: জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতায় থাকা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, আমাদের দেশে একটি সরকার আছে। তারা ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটের ওপর নির্ভর করে না। তারা আমাদের ভোটকে বুড়ো আঙুল দেখায়। জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতায় থাকা এত সহজ নয়।
তিনি বলেন, আজ ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের মানুষ নিহত হয়। এ সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। এর কারণ হলো, এ সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে। এখন ওবায়দুল কাদেরও বলেন, ‘ভারত পাশে ছিল বলেই আমরা ক্ষমতায় আছি। ভারত পাশে ছিল বলেই নির্বাচনে কেউ হস্তক্ষেপ করতে পারেনি। ’ কোনো দেশের মন্ত্রী এরকম বক্তব্য দিয়ে কি ক্ষমতায় থাকতে পারেন? আপনারা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তা আবার বুক ফুলিয়ে বলছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২৬ মার্চ যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম, যখন আমরা ফোন করে ভারতকে সংবর্ধনা জানাই, তখন তারা আমাদের দুটো লাশ উপহার দেয়। এটি কোনো বন্ধু দেশের নমুনা হতে পারে না। ভারত আমাদের বন্ধু দেশ নয়। যদি বন্ধু দেশ হতো, তাহলে সীমান্তে তারা পাখির মতো আমাদের দেশের মানুষ মারতে পারত না।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এইচএমএস/আরএইচ