ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলা নববর্ষ হোক বাঙালির অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
বাংলা নববর্ষ হোক বাঙালির অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।  

রোববার (১৪ এপ্রিল) এক শুভেচ্ছা বিবৃতিতে তারা বলেন, বাংলা নববর্ষ হোক বাঙালির অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ।

পুরোনো বছরের সব গ্লানি, ব্যর্থতা কাটিয়ে বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা হোক বাংলায়। সাম্য প্রতিষ্ঠায় নতুন বছর প্রেরণার উৎস হোক। তারা আশা প্রকাশ করেন, নতুন বছরে দেশবাসী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।