ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ঝিনাইদহে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ২, ২০২৪
ঝিনাইদহে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩ প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন।  

বুধবার (০১ মে) রাতে জেলা শহরের ভুটিয়ারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর টিপু সুলতান ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান হিল্লোলের মধ্যে গত সংসদ নির্বাচনের আগ থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয়পক্ষের সমর্থকরা ভুটিয়ারগাতি মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয়পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাজন নামে এক আওয়ামী লীগ কর্মীর শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।