ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে হবে সরকারের পতন: শিমুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মে ৪, ২০২৪
ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে হবে সরকারের পতন: শিমুল

খুলনা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, কোনো আন্দোলনে যখন ছাত্র, যুবক আর শ্রমিকরা অংশ নেয় সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র-শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৪ মে) সন্ধ্যায় জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, জেলা ও খালিশপুর আঞ্চলিক শ্রমিকদলের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিমুল বলেন, আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। খুন-গুম, জেল-জুলুম উপেক্ষা করেই চলমান আন্দোলন সফল করতে হবে।

মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা।

সভা পরিচালনা করেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন ও আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গল্লামারী এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
এমআরএম/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet